টস হেরে ব্যাটিংয়ে নামলেও শুরুটা মোটামুটি ভালোই হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ানসের। দুই ওপেনার ইমরুল কায়েস আর লিটন দাস ৫ ওভারের মধ্যেই ৩৬ রান তুলে ফেলেছিলেন। সিলেট সিক্সারসকে এই দুজন যখন চোখ রাঙাচ্ছেন, ঠিক তখনই ত্রাণকর্তা নাসির হোসেন। সিলেটের অধিনায়ক ইমরুলকে বোল্ড করলেন। সেই পথ অনুসরণ করেই তাইজুল তুলে নিলেন লিটনের উইকেট। তাইজুলের বলে স্টাম্পিংয়ের ফাঁদে লিটন।
তবে তাইজুলের ‘প্রাইস উইকেট’ জস বাটলার। ইংল্যান্ডের এই তারকা উইকেটে এসে খুব বেশিক্ষণ টিকতে পারেননি। তাইজুলের পরের ওভারের প্রথম বলেই লং অফে লিয়াম প্ল্যাংকেটকে ক্যাচ তুলে দিয়ে বিদায় নিয়েছেন তিনি। এই প্রতিবেদন লেখার সময় ৪৮ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা বিপাকে কুমিল্লা।
এই মুহূর্তে কুমিল্লার হার ধরেছেন মারলন স্যামুয়েলস ও অলক কাপালি। স্যামুয়েলস ৭ আর কাপালি ৬ রানে অপরাজিত আছেন। লিটন ফিরেছেন ২১ রানে, ইমরুল ১২ রানে।