ডেস্ক,২১ মার্চ ২০২৩: পবিত্র রমজান, স্বাধীনতা ও জাতীয় দিবস, শুক্রবার, ইস্টার সানডে, ঈদ-উল-ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ সহ অন্যান্য উৎসব উপলক্ষে সাত কলেজের ক্লাস স্থগিত করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে ২৭ এপ্রিল পর্যন্ত দীর্ঘ ৩৫ দিনের জন্য এই ছুটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) সকালে শিক্ষাবার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য।
তিনি বলেন, আগামী বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) পর্যন্ত পবিত্র রমজান, স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ), পূর্ণ শুক্রবার (৭ এপ্রিল), ইস্টার সানডে (৯ এপ্রিল), বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনুরূপ সামাজিক উৎসব (১২ এপ্রিল ও ১৫ এপ্রিল), বাংলা নববর্ষ (১৪ এপ্রিল), শব-ই-কদর (১৯ এপ্রিল), জুমাতুল বিদা (২১ এপ্রিল), ঈদ-উল-ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে কলেজের সকল ক্লাস স্থগিত থাকবে।
আরও পড়ুন:৪০ দিনের ছুটি ঘোষণা ইসলামী বিশ্ববিদ্যালয়ের
তবে সরকারি ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন অফিস ও বিভাগসমূহ খোলা থাকবে এবং দাপ্তরিক কার্যক্রম যথারীতি চলবে।একইসাথে পূর্বঘোষিত সাত কলেজের চুড়ান্ত পরীক্ষা নির্ধারিত কেন্দ্রে যথারীতি অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।