৩৫তম বিসিএস : নন-ক্যাডারের আবেদনপত্র আহ্বান

pscনিজস্ব প্রতিবেদক : ৩৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ-স্বল্পতার জন্য ক্যাডার পদে সুপারিশ করা যায়নি, এমন প্রার্থীদের নন-ক্যাডার পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।

বুধবার পিএসসির ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এ জন্য টেলিটক থেকে সংশ্লিষ্ট প্রার্থীদের মোবাইলে এসএমএস যাবে। ৮ ডিসেম্বর বিকেল পাঁচটার মধ্যে অনলাইনে যারা আবেদন করতে পারবেন না, তাদের প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

গত ১৭ আগস্ট ৩৫তম বিসিএসের চূড়ান্ত ফলে ৫ হাজার ৫৩৩ জন উত্তীর্ণ হন। এর মধ্যে ২ হাজার ১৫৮ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করা হয় এবং পদ-স্বল্পতার কারণে সুপারিশ করা যায়নি, এমন ৩ হাজার ৩৫৯ জনকে নন-ক্যাডারের জন্য রাখা হয়।

শিক্ষাগত যোগ্যতা, বিদ্যমান সব কোটা এবং সরকারের কাছ থেকে পাওয়া শূন্য পদের ভিত্তিতে নন-ক্যাডারে নিয়োগ করা হবে। অনলাইনে আবেদনের সময় প্রার্থী প্রথম শ্রেণির, দ্বিতীয় শ্রেণির নাকি দুটিতেই আবেদন করতে যায়, সেটি উল্লেখ করতে হবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।