নিজস্ব প্রতিবেদক,৯ এপ্রিল ২০২৩:
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশন (ভি-রোল) ফরম পূরণ ঈদের আগে শুরু করা হতে পারে। তবে বিষয়টি নির্ভর করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ওপর।
রোববার (৯ এপ্রিল) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একাধিক কর্মকর্তা শিক্ষাবার্তাকে এমন তথ্য জানিয়েছেন।
আরো পড়ুন: ৪৪ দিন পর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলন স্থগিত
জানা গেছে, চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সারা দেশের স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩২ হাজার ৪৬৮ জনকে নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হয়েছে। সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশন করা হবে। এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে অনলাইনে। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ একটি লিংক তৈরি করেছেন। এই লিংকের সার্ভারে প্রার্থীদের তথ্য তথ্য এন্ট্রি করা হয়েছে।
এনটিআরসিএ’র একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ শুরুর সকল প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। অল্প কিছু কাজ বাকি রয়েছে। অবশিষ্ট সেই কাজ সুরক্ষা সেবা বিভাগ সম্পন্ন করবে। সেজন্য এখনো পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণের প্রক্রিয়া শুরু করা সম্ভব হয়নি।
ওই সূত্র আরও জানায়, দ্রুত সময়ের মধ্যে ভেরিফিকেশন শুরু করতে এনটিআরসিএ’র পক্ষ থেকে প্রতিনিয়ত সুরক্ষা সেবা বিভাগের কাছে অনুরোধ জানানো হচ্ছে। তবে সুরক্ষা সেবা বিভাগ থেকে তেমন কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। আসন্ন ঈদুল ফিতরের পূর্বে প্রার্থীদের অনলাইনে ভি-রোল ফরম পূরণ শুরু করতে চায় এনটিআরসিএ। তবে বিষয়টি নির্ভর করছে সুরক্ষা সেবা বিভাগের সদিচ্ছার ওপর।
এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ’র সচিব মো. ওবায়দুর রহমান বলেন, আমরা দ্রুত সময়ের মধ্যে অনলাইনে ভি-রোল ফরম পূরণ শুরু করতে চাই। আশা করছি ঈদের আগেই প্রার্থীদের ফরম পূরণের প্রক্রিয়া শুরু করতে পারব।