৩২০ আসনের বিপরীতে ইবির ‘ডি’ ইউনিটে আবেদন ২১২৭ ভর্তিচ্ছুর

ইবির দ্বিতীয় মেধাতালিকা

ডেস্ক,২৪ মে ২০২৩: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা’ অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদন করেছেন দুই হাজার ১২৭ জন শিক্ষার্থী। এই অনুষদে চারটি বিভাগের অধীনে মোট ৩২০টি আসন রয়েছে। পরীক্ষায় প্রতি আসনে লড়বেন প্রায় ৭ জন।

আজ মঙ্গলবার (২৩ মে) ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির সদস্য অধ্যাপক ড. আহসান-উল-আম্বিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, আবেদনকারীদের প্রবেশপত্র ডাউনলোডের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আগামী ১ জুন থেকে আমরা প্রসেসটি চালু করার চেষ্টা করবো।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ হয়ে শিক্ষার্থীরা মোট চারটি বিভাগে স্নাতক সম্পন্ন করতে পারবেন। যথা, ‘ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা’ অনুষদের অধীনে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ ও দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ। এ ছাড়া কলা অনুষদের অধীনে আরবি ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করতে পারবেন।

এর আগে গত ২১ মে ‘ডি’ ইউনিটের ভর্তির আবেদন শেষ হয়েছে। যা শুরু হয়েছিল গত ১০ মে। এই পরীক্ষায় মোট ৮০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০ দশমিক ২৫ নম্বর কাটা যাবে। এ যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.iu.ac.bd/admission) পাওয়া যাবে।

উল্লেখ্য, ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৫ জুন বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।