২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তির কমপ্লেইন বক্স বন্ধ

Image

জিএসটি গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের চতুর্থ ধাপের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া স্থগিতের পর কমপ্লেইন বক্সও বন্ধ রাখা হয়েছে। তবে কবে থেকে এ প্রক্রিয়া ফের শুরু হবে, তা বলা হয়নি। গুচ্ছ ভর্তির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউজিসির পরামর্শক্রমে জিএসেটি-এর ভর্তি সংক্রান্ত কার্যক্রম আপাতত স্থগিত করা হলো। ভর্তি সংক্রান্ত কার্যক্রম স্থগিতের কারনে Complain Box সাময়িকভাবে বন্ধ রাখা হলো।

গুচ্ছের সর্বশেষ মাইগ্রেশন প্রক্রিয়া বন্ধ হয়েছে মঙ্গলবার (৩ সেপ্টেস্বর)। এর আগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, প্রয়োজনীয় যে কোন প্রকার ‘Migration Stop’ ৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অবশ্যই সম্পন্ন করতে হবে। ৩ তারিখের পর চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি শুরু হবে।

এরইমধ্যে নতুন বিজ্ঞপ্তিতে চতুর্থ ধাপের ভর্তি প্রক্রিয়া স্থগিত করা হলো। ভর্তি প্রক্রিয়াসহ অন্যান্য সব তথ্য https://gstadmission.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।