নিজস্ব প্রতিবেদক | ১৬ ফেব্রুয়ারি, ২০২৩:
রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজসহ দেশের ২২টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ পদায়ন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ কলেজগুলোর অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত বিভিন্ন সরকারি কলেজের অধ্যাপকরা। তাদের পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। বৃহস্পতিবার প্রজ্ঞাপনটি প্রকাশ করেছে মন্ত্রণালয়।
আরো পড়ুন: শিক্ষা প্রতিষ্ঠান অনুমোদন: সতর্ক করলো ঢাকা শিক্ষা বোর্ড
জানা গেছে, রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন ইডেন মহিলা কলেজের অধ্যাপক এ বি এম রেজাউল করীম। পিরোজপুরের স্বরূকাঠী সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন ঝালকাঠি সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ এ কে এম সামসুর রহমান। চট্টগ্রামের সাতকানিয়া সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন ফেনীর ফুলগাজী সরকারি কলেজের অধ্যক্ষ আবু বকর মজুমদার। ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন নোয়াখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোক্তার হোসেইন। নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যাপক মোহাম্মদ ইসমাইল হোসেন।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের উপাধ্যক্ষ খান রফিকুল ইসলাম। কুমিল্লার হাসানপুর শহীদ নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যাপক ড. জসিম উদ্দিন আহমেদ। নরসিংদীর সরকারি শহীদ আসাদ কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক কল্যাণী ব্যানার্জী। ঢাকার সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ হয়েছেন আন্তর্জাতিক মাতৃখাষা ইনস্টিটিউটে সংযুক্ত থাকা অধ্যাপক মো. আবদুর রহিম।
ফরিদপুরের সরকারি ইয়াসিন কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. ফজলুল হক খাঁন। বাগেরহাটের মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন কুমিল্লার সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যাপক রবীন্দ্র নারায়ণ ভট্টাচার্য্য। চুয়াডাঙ্গার দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ মো. রেজাউল করিম। যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. জমশেদ আলী সরদার।
ঝিনাইদহের নুরুন্নাহার সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন খন্দকার মোশারফ হোসেন সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক অনুতোষ কুমার। ঝিনাইদহ মহেশপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। খুলনা সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ হয়েছেন ঝিনাইদহের সরকারি কেশব চন্দ্র কলেজের অধ্যাপক মনোজ কান্তি মণ্ডল। টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যাপক মো. বেল্লাল হোসেন।
চাঁপাইনবাবগঞ্জের আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. সৈয়দ মো. মোজাহারুল ইসলাম। পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যাপক এস এম রবিউল ইসলাম। রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হয়েছেন কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের অধ্যাপক দেবাশীস রঞ্জন রায়। কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হয়েছেন রংপুরের কারমাইকেল কলেজের অধ্যাপক মো. মোস্তাফিবুর রহমান। আর হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান।
একই প্রজ্ঞাপনে বেসরকারি সিদ্ধেশ্বরী গার্লস কলেজের অধ্যক্ষ পদে ইডেন সরকারি কলেজে কর্মরত অধ্যাপক সৈয়দা মঞ্জুয়ারা সুলতানাকে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে। আর রংপুরের বেগম রোকেয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. নুরুল আলমকে নোয়াখালীর সরকারি হাতিয়াদ্বীপ কলেজে সংযুক্ত করা হয়েছে।