২১ বছর পর! মিস ইউনিভার্সের খেতাব জিতলেন ভারতের হরনাজ সান্ধু

Image

ডেস্ক: মিস ইউনিভার্সের মঞ্চে ভারতের জয়জয়কার। ইজরায়েলে অনুষ্ঠিত মিস ইউনিভার্স ২০২১-র খেতাব জিতলেন ভারতের হরনাজ কৌর সান্ধু। প্রসঙ্গত, এই প্রতিযোগিতায় বিচারক পদে ছিলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। এটি ছিল ৭০তম মিস ইউনিভার্সের প্রতিযোগিতা মঞ্চ।

হারনাজ ছাড়াও, দক্ষিণ আফ্রিকার লালেলা মসওয়ানে দ্বিতীয় রানার আপ এবং প্যারাগুয়ের নাদিয়া ফেরেরা প্রথম রানার আপ হয়েছেন। পঞ্জাবের ২১ বছর বয়সি হরনাজ সান্ধু ইজরায়েলের ইলাতে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছিলেন। অবশেষে সেরার সেরা শিরোপা পেলেন তিনি। শেষবার ২০০০ সালে লারা দত্ত খেতাব জিতেছিলেন লারা দত্ত। তার আগে ১৯৯৪ সালে জিতেছিলেন সুস্মিতা সেন। এবার ২১ বছর পর হরনাজ জিতলেন সেই খেতাব।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।