২০২৫ সাল পর্যন্ত প্রায় ১৫ লাখ অভিবাসী নেবে কানাডা

Image

কানাডার অভিবাসনমন্ত্রী শন ফ্রেজার মঙ্গলবার জানান, গত বছর ৪ লাখ ৫ হাজার অভিবাসীকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয় কানাডা। ২০২৪ সালে ৪ লাখ ৮৫ হাজার অভিবাসীকে বসবাসের সুযোগ দেয়ার পরিকল্পনা করা হয়েছে। আর ২০২৫ সালে রেকর্ড ৫ লাখ অভিবাসী নেবে তারা।

অভিবাসনপ্রত্যাশীদের জন্য দারুণ খবর দিল কানাডা। আগামী বছর ৪ লাখ ৬৫ হাজার অভিবাসীকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেবে উত্তর আমেরিকার দেশটি। তারা জানিয়েছে, তীব্র শ্রমিক সংকট মোকাবিলায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কানাডার অভিবাসনমন্ত্রী শন ফ্রেজার মঙ্গলবার জানান, গত বছর ৪ লাখ ৫ হাজার অভিবাসীকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয় কানাডা। ২০২৪ সালে ৪ লাখ ৮৫ হাজার অভিবাসীকে বসবাসের সুযোগ দেয়ার পরিকল্পনা করা হয়েছে। আর ২০২৫ সালে রেকর্ড ৫ লাখ অভিবাসী নেবে তারা।

কানাডা সরকারের হিসাবে, দেশটিতে এখন প্রায় ১০ লাখ চাকরির পদ খালি আছে।

অভিবাসনমন্ত্রী শন ফ্রেজার বলেন, ‘এই সিদ্ধান্তে ব্যবসায়ীদের উপকার হবে। তারা তাদের প্রয়োজন অনুযায়ী শ্রমিক নিয়োগ দিতে পারবে।’

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ২০১৫ সালে ক্ষমতা আসার পর থেকেই দেশটিতে অভিবাসীদের প্রত্যাশীদের ভিড় বাড়তে থাকে। সরকারি হিসাবে, ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে কানাডায় ঢোকা অভিবাসীদের বেশির ভাগ অপ্রাপ্তবয়স্ক। দেশটির শ্রমবাজারে সংকট তৈরির পেছনের মূল কারণ এটাই।

সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে দেশটির ব্যবসায়ীদের সংগঠন- দ্য বিজনেস কাউন্সিল অফ কানাডা।

পারিবারিক পুনর্মিলন ও শরণার্থী

কানাডায় বাস করা অভিবাসী পরিবারগুলো স্বজনদের কাছে পাওয়ার সুযোগ পাচ্ছে। দেশটির সরকার এমন অভিবাসীর সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। ২০২৩ সালে প্রায় ১ লাখ ৬ হাজার অভিবাসী নেবে অটোয়া, যা ২০২৫ সালের মধ্যে প্রায় ১ লাখ ১৮ হাজার করা হবে৷

অন্যদিকে শরণার্থীর সংখ্যা কমাবে সরকার। ফেডারেল সরকার বলছে, ২০২৩ সালে ৭৬ হাজার শরণার্থী নেবে তারা। ২০২৫ সালে তা ৭৩ হাজারে নামিয়ে আনা হবে।

এসব সত্ত্বেও জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফেডারেল সরকারের ঘোষণাকে স্বাগত জানিয়েছে। কানাডায় ইউএনএইচসিআর প্রতিনিধি রেমা জামাস ইমসিস এক বিবৃতিতে বলেন, ‘সামগ্রিক অভিবাসন বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে শরণার্থী পুনর্বাসনের জন্য কানাডার অব্যাহত প্রতিশ্রুতিকে স্বাগত জানায় জাতিসংঘের শরণার্থী সংস্থা। তারা কানাডার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।’

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।