২০০ মার্ক কমানো হলে ছাত্র-ছাত্রীদের জন্য সুবিধা হবে

ড. অজয় রায় : ছাত্র-ছাত্রীরা পরীক্ষা দেওয়ার জন্য সময় পায় তিন ঘন্টা। কিছু কিছু ছাত্র-ছাত্রী তিন ঘন্টার মধ্যে লিখে শেষ করতে পারে না। সেজন্য ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য জেএসসি এবং জেডিসি পরীক্ষার ২০০ মার্ক কমিয়ে দিয়েছে। ছাত্র-ছাত্রীদের ২০০ মার্ক কমিয়ে আনলে তাদের মাথা থেকে অনেক বোঝা কমে যাবে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরণের সমস্যার ভিতরে ছিল। তাদের পড়ালেখার জন্য নতুন নতুন নিয়ম তৈরি করে, তাদের উপর চাপিয়ে দেওয়া হয়।

তখন তারা নানাভাবে উদ্বিগ্ন হয়ে পড়ে। তখন তারা কিভাবে পড়া শেষ করবে, আবার কি ভাবে লিখবে, তাদের মাথায় অনেক বোঝা সৃষ্টি হয়ে যায়। তখন তারা নিজেরা কি করবে, নিজেরাই বলতে পারে না। সুতরাং তাদের জন্য যে ২০০ মার্ক কমানো হলো, এতে তাদের জন্য অনেক সুবিধা হবে। তারা লিখার জন্য সময় বেশী পাবে। বই কম পড়তে হবে। এতে সকল ছাত্র-ছাত্রীদের পরীক্ষার রেজাল্ট ভাল হবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।