নিজস্ব প্রতিবেদক, ২৭ ডিসেম্বর, ২০২২:
আগামী ১ জানুয়ারি সারাদেশের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। পাঠ্যপুস্তক উৎসব দিবস হিসেবে এ দিনটি উদযাপিত হবে।
১ জানুয়ারি সব স্কুলে পাঠ্যপুস্তক উৎসব আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। পাঠ্যপুস্তক উৎসব দিবসের অনুষ্ঠান সুষ্ঠু ও সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করতে প্রতিষ্ঠান প্রধান ও মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের বলা হয়েছে।
আরো পড়ুন: ৬৮ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু বৃহস্পতিবার
মঙ্গলবার অধিদপ্তর থেকে এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে। আদেশটি সব সরকারি-বেসরকারি স্কুলের প্রধন শিক্ষক ও মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে।