১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিতে জেলা প্রশাসকদের চিঠি

Image

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা আগামী ১২ ও ১৩ জুলাই আয়োজন করা হবে। এজন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের প্রস্তুতি নিতে চিঠি পাঠানো হয়েছে।

গত বৃহস্পতিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) উপপরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) দীনা পারভীন স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ব্যবস্থাপনায় অনুষ্ঠিতব্য অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠানের জন্য আগামী ১২ ও ১৩ জুলাই ২০২৪ (শুক্রবার ও শনিবার) নির্ধারণ করা হয়েছে। ১২ জুলাই দেশের ৮টি জেলায় সকাল ৯ টা হতে বেলা ১২ টা পর্যন্ত “স্কুল-২ ও স্কুল” পর্যায় এবং ১৩ জুলাই সকাল ৯ টা হতে বেলা ১২ টা পর্যন্ত “কলেজ” পর্যায়ের লিখিত পরীক্ষা নির্ধারিত ভেনাসমূহে অনুষ্ঠিত হবে।’

আরো পড়ুন: ঈদের পরে শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার খোলা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

এতে বলা হয়, ‘একই তারিখ ও সময়ে একাধিক প্রতিষ্ঠানের পরীক্ষা একই ভেন্যুতে অনুষ্ঠানের ক্ষেত্রে জটিলতা নিরসনের লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা উল্লিখিত তারিখে তাঁর প্রেরিত ভেন্যুতে অন্য কোন পরীক্ষার সময়সূচী না রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

গত ১৫ মে রাতে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১৮ লাখ ৬৫ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। তবে অংশগ্রহণ করেন ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ জন। এর মধ্যে পাস করেছেন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন। সে হিসাবে ৮ লাখ ৬০ হাজার ৮৫২ জন ফেল করেছেন।

এনটিআরসিএ জানিয়েছে, উত্তীর্ণদের মধ্যে স্কুল-২ পর্যায়ে ২৯ হাজার ৫১৬ জন, স্কুল পর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ এবং কলেজ পর্যায়ে ২ লাখ ২৮ হাজার ৮১৩ জন রয়েছেন। পরীক্ষায় অংশগ্রহণকারীদের পাসের হার ৩৫.৮০ শতাংশ।

গত ১৫ মার্চ ১৮তম শিক্ষক নিবন্ধনের স্কুল/সমপর্যায় ও স্কুল পর্যায়-২ এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দেশের আটটি বিভাগের ২৪ জেলা শহরে পরীক্ষা নেওয়া হয়েছিল। একইদিন বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।