নিজস্ব প্রতিবেদক,২৯ ডিসেম্বর, ২০২২:
১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। এদিন সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত স্কুল পর্যায় এবং স্কুল পর্যায়-২ এর প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর আগামী শনিবার কলেজ পর্যায়ের প্রিলি অনুষ্ঠিত হবে। ১২ লাখের বেশি প্রার্থীর প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেয়ার কথা আছে।
আরো পড়ুন: মাদরাসা শিক্ষকদের ডিসেম্বর মাসের এমপিওর চেক ছাড়
জানা গেছে, দেশের ২৪ জেলায় ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা নেয়া হবে। ঢাকা, বরিশাল, বগুড়া, চট্টগ্রাম, কুমিল্লা, দিনাজপুর, ফরিদপুর, গাইবান্ধা, গাজীপুর, জামালপুর, যশোর, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, নওগাঁ, নারায়ণগঞ্জ, নোয়াখালী, পাবনা, পটুয়াখালী, রাজশাহী, রাঙ্গামাটি, রংপুর, সিলেট ও টাঙ্গাইল। এ জেলাগুলোর নয় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আয়োজন করা হবে।