ডেস্ক,১৪ ডিসেম্বর ২০২১ঃ
গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয় যুক্ত করে ১৭তম শিক্ষক নিবন্ধনের সংশোধিত সিলেবাস প্রকাশ করা হয়েছে। স্কুল পর্যায়, স্কুল পর্যায়-২ এবং কলেজ পর্যায়ের জন্য তিনটি আলাদা সিলেবাস প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন: শিক্ষাবর্ষ জুলাই থেকে শুরুর প্রস্তাব
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরের পর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে এই সিলেবাস প্রকাশিত হয়।
এর আগে গত ৭ ডিসেম্বর এনটিআরসিএ সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) এ বি এম শওকত ইকবাল শাহীন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন, মন্ত্রণালয় থেকে আমাদের কাছে সংশোধিত সিলেবাস পাঠানো হয়েছে। আগামী সপ্তাহের যেকোন দিন এটি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এর আগে গত বুধবার (১ ডিসেম্বর) গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয় যুক্ত করে ১৭তম শিক্ষক নিবন্ধনের সংশোধিত সিলেবাস অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়। এরপর অনুমোদনের চিঠি এনটিআরসিএতে পাঠানো হয়। গত রোববার এই চিঠি পায় এনটিআরসিএ।