১৬ সেপ্টেম্বর থেকে সশরীরে পরীক্ষা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে

Image

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (রবিবা) আগামী ১৬ সেপ্টেম্বর সংগীত বিভাগের মধ্য দিয়ে পরীক্ষাগ্রহণ শুরু হবে। ২২ সেপ্টেম্বর থেকে রবীন্দ্র অধ্যয়ন বিভাগ এবং ২৩ সেপ্টেম্বর থেকে অর্থনীতি বিভাগের পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।

১২ সেপ্টেম্বর এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়ার পর বুধবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এবং সহকারী রেজিস্ট্রার শেখ আল মাসুদ বলেন, বিশ্ববিদ্যালয়ের যেসব বিভাগ প্রস্তুত আছে, তারা সশরীরে পরীক্ষা নিতে পারবে। বিভাগগুলো স্ব স্ব একাডেমিক কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত নেবে। বিভাগগুলোর অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন শিক্ষাবর্ষের পরীক্ষা নিতে পারবে। একদিনে এক বর্ষের বেশি পরীক্ষা নিতে পারবে না।

পরীক্ষার ব্যাপারে জানতে চাইলে, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বরুণ রায় বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রণালয় কর্তৃক যে বিধি দেওয়া হয়েছে, সেগুলোও যথাযথ মানা হবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।