মাত্র ৯ কার্যদিবসের মধ্যে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে ইতিহাস গড়েছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। যদিও দ্রুত ফল প্রকাশ করতে শুক্র এবং শনিবারও কাজ করেছে সাংবিধানিক সংস্থাটি। সে হিসাবে ১৩ দিনের মাথায় ৪৬তম বিসিএসের ফল প্রকাশিত হয়েছে। ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখতে চায় পিএসসি।
এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, এখন থেকে প্রতিটি বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল ১৫ দিনের মধ্যে প্রকাশের চেষ্টা করা হবে। যেহেতু আমরা ৯ কার্যদিবসের মধ্যে ফল প্রকাশ করতে পেরেছে, কাজেই ভবিষ্যতে ১৫ দিনের মধ্যে ফল প্রকাশ করতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়।
এদিকে আগস্টের শুরুর দিকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা আয়োজন করা হতে পারে। গত ৯ মে এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়।
লিখিত পরীক্ষার বিষয়ে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। তবে আমরা আগস্টের শুরুর দিকে পরীক্ষা নিতে চাই।
এর আগে, গত ২৬ এপ্রিল ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে চাকরিপ্রার্থীরা অংশ নেন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এ পরীক্ষা হয়।
৪৬তম বিসিএসের প্রিলিমিনারিতে ২ লাখ ৫৪ হাজার ৫৬১ প্রার্থী অংশ নিয়েছেন। পরীক্ষা দেননি ৮৩ হাজার ৪২৫ জন। উপস্থিতির হার ৭৫। এ বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে।
এ ছাড়া সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এ ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে।