১৪ ফেব্রুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষা!

Image

বিশ্বের বিভিন্ন দেশে প্রেম ও ভালোবাসার প্রতি সম্মান দেখাতে প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে পালিত হয়। এবার এই ভালোবাসা দিবসেই মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুমোদন হলে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব পদমর্যাদার এক কর্মকর্তা দ্যা শিক্ষাবার্তাকে বলেন, ‘২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। নভেম্বর মাসের শুরুতে ভর্তি পরীক্ষা সংক্রান্ত সভায় এ তারিখ চূড়ান্ত করা হবে।’

সূত্রের তথ্য অনুযায়ী, মেডিকেল ভর্তি পরীক্ষা সংক্রান্ত নীতিমালায় সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে নম্বরের ক্ষেত্রে। ১২০ নম্বরের পরীক্ষা আয়োজন করা হতে পারে। এক্ষেত্রে ১০০ নম্বর থাকবে এমসিকিউ-এর উপর। আর অবশিষ্ট ২০ নম্বর থাকবে জিপিএ-এর উপর। যেহেতু এ বছর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেশি, সেহেতু এবার ভর্তি পরীক্ষায় জিপিএর ওপর নম্বর কমানো হতে পারে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।