১২ জেলায় সহকারী শিক্ষক নিয়োগ ২০১৪ পরীক্ষা ২০ এপ্রিল

নিজস্ব সংবাদদাতাঃ  দেশের ১২ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০১৪’ লিখিত পরীক্ষা ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে।

রোববার প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক (নিয়োগ) একেএম সাফায়েত আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০১৪’ লিখিত পরীক্ষা আগামী ২০ এপ্রিল (শুক্রবার) সকাল ১০ টা থেকে বেলা ১১ টা ২০ মিনিট পর্যন্ত মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ঝালকাঠি, নারায়ণগঞ্জ, বরগুনা, ফেনী, লক্ষ্মীপুর ও জয়পুরহাট জেলায় একযোগে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০১৪’ লিখিত পরীক্ষা আগামী ২০ এপ্রিল (শুক্রবার) সকাল ১০ টা থেকে বেলা ১১ টা ২০ মিনিট পর্যন্ত মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ঝালকাঠি, নারায়ণগঞ্জ, বরগুনা, ফেনী, লক্ষ্মীপুর ও জয়পুরহাট জেলায় একযোগে অনুষ্ঠিত হবে।

ওএমআর শীট পূরণের নির্দেশনাবলী ও পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য ওয়েবসাইটে www.dpe.gov.bd-এ পাওয়া যাবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।