ডেস্ক,১৩ ফ্রেবুয়ারী ২০২২ঃ
দেশে ১২ ক্যাডেট কলেজে এইচএসসি পরীক্ষায় শতভাগ পাস করেছেন। পরীক্ষার্থীরা সবাই পেয়েছেন জিপিএ-৫। অর্থাৎ মোট ৬২১ জন পরীক্ষার্থীই পাস করেছেন।
আরো খবর
এর মধ্যে পাসের সংখ্যায় সবচেয়ে বেশি জয়পুরহাট ক্যাডেট কলেজে ৫৯ জন শিক্ষার্থী। এপরের স্থানে রয়েছে ফেনী ক্যাডেট কলেজে ৫৬ শিক্ষার্থী।
এছাড়াও রয়েছে, ঝিনাইদহ ক্যাডেট কলেজের ৫৩, পাবনা ক্যাডেট কলেজের ৫৩, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ৫২, রংপুর ক্যাডেট কলেজে ৫২, মির্জাপুর ক্যাডেট কলেজের ৫১, সিলেট ক্যাডেট কলেজের ৫১, কুমিল্লা ক্যাডেট কলেজের ৫১, ফৌজদারহাট ক্যাডেট কলেজের ৫০ শিক্ষার্থী, বরিশাল ক্যাডেট কলেজের ৪৯ ও রাজশাহী ক্যাডেট কলেজের ৪৪ জন শিক্ষার্থী।
প্রসঙ্গত, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান সেনাবাহিনীর প্রত্যক্ষ নিয়ন্ত্রনে পরিচালিত হয়।