দেশের ১০ হাজার ২৪৬ জন শিক্ষক-শিক্ষার্থী ও ২৪০ শিক্ষাপ্রতিষ্ঠানকে বিশেষ অনুদান দেবে শিক্ষা মন্ত্রণালয়। ‘শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দের জন্য বিশেষ অনুদান’ খাতে বরাদ্দকৃত এ অর্থ বিতরণের লক্ষ্যে চূড়ান্ত তালিকাও প্রকাশ করা হয়েছে। তালিকায় ৪০০ শিক্ষক-কর্মচারী, ৯ হাজার ৮৪৬ শিক্ষার্থী ও ২৪০ শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব লিউজা-উল-জান্নাহ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দের জন্য বিশেষ অনুদান খাতে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
এ অর্থ বিতরণের লক্ষ্যে তালিকা মোতাবেক ৪০০ জন শিক্ষক-কর্মচারী, ৩ হাজার ৬৭৫ জন ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থী, ২ হাজার ৬২৫ জন নবম থেকে দশম শ্রেণির শিক্ষার্থী, ১ হাজার ৮৬৬ জন একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং ১ হাজার ৬৮০ জন স্নাতক ও তদুর্ধ্ব পর্যায়ের শিক্ষার্থীসহ ৯ হাজার ৮৪৬ জন শিক্ষার্থীকে নির্দেশক্রমে মনোনয়ন দেওয়া হয়েছে।
অনুদান পাওয়ার শর্তে উল্লেখ করা হয়েছে- মনোনীত ৪০০ জন শিক্ষক-কর্মচারী প্রত্যেকে ৩০ হাজার টাকা প্রাপ্য হবেন। ষষ্ঠ থেকে দশম শ্রেণির মনোনীত ৬ হাজার ৩০০ জন ছাত্রছাত্রী প্রত্যেকে ৮ হাজার টাকা পাবে। একাদশ ও দ্বাদশ শ্রেণির ১ হাজার ৮৬৬ জন ছাত্রছাত্রী প্রত্যেকে ৯ হাজার টাকা পাবেন। স্নাতক ও তদুর্ধ পর্যায়ে ১ হাজার ৬৮০ জন ছাত্রছাত্রী প্রত্যেকে ১০ হাজার টাকা প্রাপ্য হবেন।
বরাদ্দকৃত অর্থ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’ কর্তৃক মনোনীত শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ব্যাংক হিসাবে অনলাইনের মাধ্যমে দেওয়া হবে। শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং নগদ’র মাধ্যমে বিতরণ করা হবে।