ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে অফিস কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এতে অফিস কক্ষের তিনটি আলমারিতে রক্ষিত প্রজেক্টর, স্পিকার, ইলেক্ট্রনিক্স মালামাল, শিক্ষা ও খেলাধুলা সামগ্রী, শিক্ষক সংস্করণসহ মূল্যবান বই-পুস্তক এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।
শুক্রবার ভোর রাতের যে কোন সময়ে ঘটনাটি ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।
এব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা হয়েছে ৩ সদস্যের তদন্ত কমিটি। স্থানীয়রা জানায়, শুক্রবার ভোর ৬টায় একজন কৃষক বিদ্যালয়ের পাশের জমিতে কাজ করতে গিয়ে প্রথমে অফিস কক্ষে আগুন দেখতে পেয়ে চিৎকার করেন।
এতে স্থানীয় লোকজন এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে অফিস কক্ষের দুটি স্টিলের আলমারিতে থাকা মালামাল, বই-পুস্তক ও কাগজপত্র এবং একটি কাঁঠের আলমারি মালামালসহ পুড়ে ছাঁই হয়ে যায়।
খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি ও একজন সহকারী শিক্ষক দ্রুত বিদ্যালয়ে আসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব আহমেদ জানান, বিদ্যালয়ে নৈশ প্রহরী নেই।