লালমনিরহাটপ্রতিনিধি ঃমরহুম জয়নাল আবেদীন প্রামানিক ফাউন্ডেশন (সাবেক প্রভাষক আলীমুদ্দিন কলেজ)এর উদ্যোগে হাতীবান্ধা উপজেলায় দুঃস্থ ও হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয় |চাউল,সেমাই,চিনি, নগত অর্থ দেওয়া হয় |
ফাউন্ডেশনের পরিচালক আমেরিকা প্রবাসী আবু সাইঈ চঞ্চল জানান, আমার বাবার নামে এই ফাউন্ডেশন আমরা তিন ভাই বোন মিলে ২০১৫ সালে প্রতিষ্ঠিত করি | বড়বোন ডাঃ উম্মে সালমা(সাম্মী)ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজে কর্মরত,বড়ভাই ডঃ আবু জাহিদ(শান্ত)কানাডা প্রবাসী| মা আনোয়ারা খাতুন দেশে এর দেখভাল করেন | আমরা বাবা হাতীবান্ধা আলিমুদ্দিন ডিগ্রী কলেজে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন তিনি ১৯৯৩ সালে মৃত্যুবরণ করেন তার স্মৃতি ধরে রাখার জন্য,এবং তিনি যে আমাদের জন্মদিয়ে মানুষের মত মানুষ করে গেছেন তারই দায়বদ্ধতা থেকে এলাকার ও দেশের মানুষের জন্য আমাদের চেষ্টা |এটা একেবারে আমাদের পারিবারিক প্রতিষ্ঠান | আগামীতে শিক্ষা বৃত্তিসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমুলক কাজে এই ফাউন্ডেশন করবে বলে তিনি জানান, এজন্য সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন |
উল্লেখ্য প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর ২০০জন কে দুই ঈদে নগত অর্থ সহ বিভিন্ন সাহায্য সামগ্রী দেওয়া হয়| এছাড়াও গরীবদের চিকিৎসা, মেয়েদের বিবাহতে আর্থিক সাহায্য করা হয় |