হাতীবান্ধায় উপবৃত্তির টাকা জঙ্গি সংগঠনের তহবিলে

এস,এম সহিদুল ইসলাম লালমনিরহাট প্রতিনিধি ঃ জেলার হাতীবান্ধা উপজেলায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা কর্তন করে আল্লার দল নামক জঙ্গি সংগঠনের তহবিলে জমা দেয়ার অভিযোগ উঠেছে অত্র মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে।

উপবৃত্তি বিতরনের সময় শিক্ষার্থীরা জানান, অত্র উপজেলার বড়খাতা ইউনিয়নের মৌলভী আবুল হাশেম সিনিয়র মাদরাসায় শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির টাকা বিতরন করা হয়। ওই মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের ১৮ জন শিক্ষার্থীর মাঝে গত শিক্ষাবর্ষের ২ কিস্তীর ২হাজার ১শত টাকা হারে বিতরন করা হয়। এ সময় প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে এক হাজার টাকা হারে কর্তন করেন। উপবৃত্তি থেকে বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে কর্তনকৃত অর্থ বিতরন করা কথা বলা হলেও সে অর্থ চলে যায় জঙ্গি সংগঠনের তহবিলে।

শিক্ষার্থী ও অভিভাবকরা আরো জানান, ৬ মাস আগে পাশ্ববর্তি পাটগ্রাম উপজেলায় জঙ্গি প্রশিক্ষণের সময় আল্লার দল নামক জঙ্গি সংগঠনের আঞ্চলিক প্রধানসহ ১৩ জনকে আটক করেছিল পুলিশ তাদের মধ্যে দুই জনেই এ মাদরাসার ছাত্র।

স্থানীয়দের দাবি এ মাদরাসার অধ্যক্ষ মাহবুব আলম গোপনে অর্থ দিয়ে ওই জঙ্গি সংগঠনকে সাহায্য করেন। উপবৃত্তির কর্তনকৃত টাকাও জঙ্গি সংগঠনের তহবিলে চলে যাবে বলে স্থানীয়দের দাবি।

মাদরাসার সুত্রে জানা যায়, ৭৯জন শিক্ষার্থীর মধ্যে ১৮জনকে উপবৃত্তির সুবিধাভোগি সনাক্ত করে জনপ্রতি ২হাজার এক শত হারে অগ্রনী ব্যাংকের চেকের মাধ্যমে প্রদান করা হয় উপবৃত্তি। ওই মাদরাসার শিক্ষার্থী খালেদা আক্তার জানান, চেকের বিপরীতে ২হাজার একশত টাকা উত্তোলন করার পর অপর একটি টেবিলে শিক্ষকরা প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে এক হাজার টাকা কেটে নেন।

হাতীবান্ধা উপজেলা শিক্ষা অফিসের হিসাব সহকারী আজিজুল ইসলাম টাকা কর্তনের সত্যতা নিশ্চিত করে বলেন, অনেকবার নিষেধ করার পরও টাকা কর্তন করেন মাদরাসা কর্তৃপক্ষ।

মাদরাসার দুই ছাত্র জঙ্গিপ্রশিক্ষণের সময় পুলিশের হাতে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে মাদরাসা পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য শফিকুল ইসলাম বলেন, প্রতিবছর উপবৃত্তি বঞ্চিতদের মাঝে বিতরনের কথা বলে টাকা কর্তন করে আতœসাৎ করেন অধ্যক্ষ।

অত্র মাদরাসার অধ্যক্ষ মাহবুব আলম টাকা কর্তনের সত্যতা স্বীকার করে বলেন, কর্তনকৃত টাকা উপবৃত্তি বঞ্চিতদের মাঝে বিতরন করা হবে। জঙ্গি সংগঠনের তহবিলে দেয়ার বিষয়ে তিনি কোন মন্তব্য করেননি।

মাদরাসার সভাপতি শফিউল ইসলাম জানান, উপবৃত্তির টাকা কর্তন করে বঞ্চিতদের মাঝে বিতরনের কোন রেজুলেশন নেই।

লালমনিরহাট জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এম মোসলেম উদ্দিন জানান, উপবৃত্তির টাকা কর্তন করে বঞ্চিতদের মাঝে বিতরন করার কোন নিয়ম নেই। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলেও জানান তিনি।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।