ঢাকা: প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার (১৫ জুন) বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের মহাপরিচালককে (ডিজি) রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ৫ এপ্রিল পাবলিক পরীক্ষা হিসেবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা না নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন আইনজীবী ইউনিস আলী আকন্দ।
বাংলানিউজকে তিনি বলেন, পৃথিবীর কোথাও এ ধরনের পরীক্ষা হয়নি। এছাড়া জাতীয় শিক্ষা নীতিসহ কোনো আইনেও এ পরীক্ষার কথা বলা হয়নি।
‘সুতরাং ২০১৬ সাল থেকে এ পরীক্ষা কেন বাতিল করা হবে না- এ মর্মে রুল জারি করেছেন আদালত।’