`হরতালেও এইচএসসি পরীক্ষা চলবে’

ঢাকা, ২৩ মার্চ : হরতাল-অবরোধ থাকলেও ঘোষিত সূচি অনুযায়ীই এইচএসসি পরীক্ষা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সোমবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, আমরা এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করেছি। সূচি অনুযায়ীই পরীক্ষা হবে, এর কোনো ব্যত্যয় হবে না। অন্য কিছু চিন্তা না করে সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষায় বসার প্রস্তুতি নিতে পরীক্ষার্থীদের প্রতি আহ্বানও জানান নাহিদ।

গত ৫ জানুয়ারি লাগাতার অবরোধ ডাকার পর ফেব্রুয়ারি থেকে সাপ্তাহিক ছুটির দিনগুলো বাদে অন্য দিনগুলোতে হরতাল ডেকে আসছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এসএসসি ও সমমানের সবগুলো পরীক্ষা পেছানো হয়।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।