মাধ্যমিকের স্থগিত ষাণ্মাসিক মূল্যায়ন নিয়ে শিগগিরই নির্দেশনা আসছে- এমনটাই দৈনিক শিক্ষাবার্তা ডটকমকে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের শিক্ষাক্রম উইংয়ের সদস্য প্রফেসর রবিউল কবীর চৌধুরী।
তিনি জানান, এটা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত আসবে। যেহেতু নতুন শিক্ষা উপদেষ্টা দায়িত্ব নিয়েছেন সেক্ষেত্রে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে আশাকরি। বিষয়টি পলিসি সিদ্ধান্ত, আমার পক্ষে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।
আরো পড়ুন: নতুন শিক্ষাক্রম বাতিল হবে: এজেডএম জাহিদ
শুক্রবার এনসিটিবির আরো একাধিক কর্মকর্তা জানান, আমাদের নির্দেশনা রেডি আছে। নতুন শিক্ষা উপদেষ্টার অনুমতি সাপেক্ষে এ নির্দেশনা শনি বা রোববারের মধ্যে জারি করা হতে পারে।
এদিকে মাধ্যমিকের এ মূল্যায়ন মাঝপথে স্থগিত হওয়ায় শঙ্কায় আছেন শিক্ষার্থী- অভিভাবকেরা।
আরো পড়ুন: নয় দফা দাবিতে মানবন্ধন করেছেন শিক্ষক- কর্মকর্তারা
গত ৩ জুলাই হওয়া ষাণ্মাসিক মূল্যায়নের অংশ নিয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ২০ হাজার ৬৩৬ শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০ লাখেরও বেশি শিক্ষার্থী। ৩ আগস্ট এ মূল্যায়ন শেষ হওয়ার কথা ছিলো। তবে গত ১০ জুলাই চার বিষয়ের মূল্যায়ন শেষে বন্ধ হয়ে যায় বাকি বিষয়গুলোর মূল্যায়ন। আটকে যায় অর্ধেকেরও বেশি বিষয়ের মূল্যায়ন। যার ফলে বিপাকে পড়ে অর্ধকোটির বেশি শিক্ষার্থী- শিক্ষক ও অভিভাবকেরা।