স্কুল শিক্ষক ও প্রিন্সিপাল গ্রেপ্তার-শ্রীলঙ্কা ট্র্যাজেডি

অনলাইন   ডেস্ক, ২৮ এপ্রিল, ২০১৯:

গত রবিবার ইষ্টার সানডের দিন শ্রীলঙ্কায় ভয়াবহ হামলা চালানো হয়। ওই হামলার ঘটনায় এখন পর্যন্ত ১০৬ সন্দেহভাজনকে আটক করা হয়েছে ৷ গ্রেপ্তারকৃতদের মধ্যে এক স্কুল শিক্ষক ও একজন প্রিন্সিপালও রয়েছেন বলে জানা গেছে।

শ্রীলঙ্কায় জঙ্গিদের গোপন আস্তানায় সেনা ও পুলিশ যৌথ অভিযান চালিয়েছে। গতকাল এ ধরনের এক অভিযানে নয় নারী-শিশুসহ ১৫ জন নিহত হয়েছে।

স্থানীয় কোনও ব্যক্তি ইষ্টার সানডের হামলার সঙ্গে জড়িত ছিল কিনা সেটি তদন্ত করে দেখছে গোয়েন্দা সংস্থা।

এদিকে, সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, একজন তামিল মাধ্যম স্কুলের শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ৫০টি অবৈধ সিম কার্ড এবং আরও বেশ কিছু অবৈধ জিনিসসহ আটক করা হয়েছে ওই শিক্ষককে। এছাড়া গ্রেপ্তারে তালিকায় রয়েছেন একজন প্রিন্সিপাল ৷ একজন স্বনামধন্য চিকিৎসককেও গ্রেপ্তার করা হয়েছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।