স্কুল-কলেজ ফাঁকি দিয়ে ঘুরলেই আটক

কুল-কলেজ ফাঁকি দিয়ে ছাত্র-ছাত্রীরা রাস্তায় ও পার্কসহ অন্যান্য স্থলে ঘুরাঘুরি করলেই আটক করা হবে বলে জানিয়েছেন পুলিশের উত্তরার ডিসি বিধান ত্রিপুরা।

১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আদনান হত্যা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিসি বিধান ত্রিপুরা একথা জানান।

ডিসি বিধান জানান, ইতি মধ্যে আমাদের অভিযান শুরু করেছি। বাবা-মা জানে ছেলে-মেয়েরা স্কুল-কলেজে আসছে। কিন্তু তারা ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করে। কোচিংয়ের নাম দিয়ে বিভিন্ন যায়গায় সময় নষ্ট করে।

বাবা-মায়ের অসতর্কতা নিয়ে তিনি জানান, ছোট পরিবারের ছেলে-মেয়েরা বেশি বিপথগামী। তারা তাদের সন্তানকে কাজের লোকের কাছে লালনপালন করতে দিয়ে নিজেরা নিজেদের কাজে যায়। বাহিরে তার সন্তান কি করছে তারও কোন খোঁজ খবর রাখেনা তারা। সন্তান টাকা আবদার করলে টাকা দিয়ে আর খবর রাখেনা যে সে কি করছে এই টাকা দিয়ে।

বিধান জানান, আমরা স্কুল গুলোতেও খবর নিচ্ছি কে অনুপস্থিত থাকে। বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করতে যেসব স্কুলের ছাত্র-ছাত্রীদের বেশি পাওয়া যাবে সেই স্কুলের বিরুদ্ধে রিপোর্ট দেয়া হবে

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।