সৌম্য বিশ্বকাপ স্কোয়াডে !

Image

ডেস্ক,১৪ অক্টোবর ২০২২:
ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে প্রথম ওভারে এক বলও পাননি। দ্বিতীয় ওভারের প্রথম বলেই কাভারের উপর দিয়ে উড়িয়ে মারেন। বাউন্ডারি না হলেও এসেছে ৩ রান। একই ওভারে আরও ২ বল খেলেন, নেন ১ রান। তৃতীয় ওভারের প্রথম বলেই জায়গা করে মারতে গিয়ে মিড অনে ধরা পড়েন। পাকিস্তানের বিপক্ষে বৃহস্পতিবার ওপেনিংয়ে নেমে সৌম্য সরকার আউট হন ৪ বলে ৪ রান করে।

সৌম্যর খেলার এই ধরনকে পছন্দ করেন জাতীয় দলের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট শ্রীধরন শ্রীরাম। তিনি বলেছেন, ‘সৌম্য দলের স্বার্থে খেলে। নিজের জন্য চিন্তা করে না।’ এর আগের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭ বলে ২৩ রান করেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা এই ব্যাটসম্যান।
শ্রীরাম বলেন, ‘সে শট খেলে আউট হয়। এটাই তার অভিপ্রায়। আমি মনে করি সে দলের স্বার্থে খেলে, দলের প্রয়োজেনে খেলে। প্রথম ২ ওভারে আমরা ৬/৭ রান পেয়েছি। দলের রান বাড়াতে গিয়ে সে আউট হয়ে গেছে। এটাই স্বাভাবিক। শেষ ম্যাচে তিন নম্বরে ব্যাটিং করে ভালো খেলেছিল। আমি মনে করি এটা ভালো লক্ষণ। তার মতো খেলোয়াড় দলের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে হবে।’

সৌম্যের দলে অন্তর্ভুক্তি নিয়ে শ্রীরাম বলেন, ‘আমাদের হাতে দুই দিন সময় আছে। বিষয়টি নিয়ে আমরা অবশ্যই আলোচনা করবো। পরিবর্তন হতে পারে। আমরা জানি আমাদের কী চাই, এ ব্যাপারে আপনাদের কয়েকদিনের মধ্যে জানাতে পারবো।’

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।