সেপ্টেম্বরের শেষেও ১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ নিয়ে শঙ্কা

Image

আগামী সেপ্টেম্বর মাসের শেষ দিকে ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে আশা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কর্মকর্তাদের।

তবে, গত ১২ ও ১৩ জুলাই অনুষ্ঠিত এ পরীক্ষার ফল আগামী সেপ্টেম্বর মাসের শেষ দিকে প্রকাশের পরিকল্পনা করা হলেও বুধবার (২৮ আগস্ট) পর্যন্ত পরীক্ষার সব খাতা পরীক্ষকদের কাছে পৌঁছায়নি।

এদিনও এনটিআরসিএ কার্যলয় থেকে পরীক্ষকদের খাতা নিয়ে যেতে দেখা যায়। আর বেশ কিছু খাতা এদিন দুপুরের পর পর্যন্ত ওই কার্যালয়েই ছিল। তাই, সেপ্টেম্বরের শেষেও এ পরীক্ষার ফল প্রকাশ নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন বিধিমালা অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল। তবে, নির্ধারিত এ সময়ের মধ্যে ফল প্রকাশ করতে পারবে না এনটিআরসিএ। সরকার পতনের ধাক্কায় ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ পিছিয়ে যাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএর পরীক্ষা ও মূল্যায়ন শাখার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সদস্য মুহম্মদ নূরে আলম সিদ্দিকী বলেন, আমরা সেপ্টেম্বর মাসের শেষ দিকে ফল প্রকাশ করতে চাই। সে লক্ষে পরীক্ষার খাতা দেখার প্রক্রিয়া চলছে। অস্থিতিশীল পরিস্থিতি থাকায় সময়মতো পরীক্ষার খাতাগুলো পরীক্ষকরা নিয়ে যেতে পারেননি।

আরো পড়ুন: আগের নিয়মেই হবে শিক্ষক নিবন্ধন পরীক্ষা

তিনি আরও বলেন, আমরা খাতা দেখার জন্য পরীক্ষকদের ১৫ দিন এবং নিরীক্ষক ও হেড এক্সামিনারদের ১৫ দিন সময় দিচ্ছি। আমাদের ৮০ শতাংশ খাতা বিতরণ হয়ে গেছে। বাকিগুলো চলতি সপ্তাহেই চলে যাবে।

যদিও সংস্থাটির একটি সূত্রের দাবি, অনেক পরীক্ষক খাতা নিতে চাচ্ছেন না। তাদের টেলিফোন করে অনেকটা তোষামোদ করে খাতা নিয়ে যেতে বলা হচ্ছে। এখনও বেশ কিছু খাতা তাদের কাছে পাঠানো যায়নি। আবার এ নিবন্ধনে প্রার্থীও বেশি। সেপরিপ্রেক্ষিতে সেপ্টেম্বরের শেষে ফল প্রকাশ করতে পারা নিয়েও শঙ্কা আছে।

বুধবার (২৮ আগস্ট) সরেজমিনে দেখা যায়, কয়েকজন পরীক্ষক খাতা নিয়ে যাচ্ছেন। অনেকে খাতা এখনও নিয়ে যাননি। বেশ কয়েকবস্তা খাতা এনটিআরসিএ কার্যালয়ে এদিন দুপুর পর্যন্ত ছিল।

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএর সচিব মো. ওবায়দুর রহমান বলেন, আমাদের বেশিরভাগ খাতা পরীক্ষকদের কাছে চলে গেছে। কিছু খাতা আছে। এবার অন্যান্য বারের চেয়ে প্রার্থী কিছুটা বেশি। তাই কিছু খাতা আমরা আগ্রহী পরীক্ষকদের দিচ্ছি। আশা করি আমরা সেপ্টেম্বরের শেষে ফল প্রকাশ করতে পারবো।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।