সেন্ট যোসেফে একাদশের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

Image

২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে রাজধানীর সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এই কলেজে আগামী ৯ আগস্ট থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। কলেজের ওয়েবসাইটে গিয়ে আগামী ১৪ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষার বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আরো পড়ুন: একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন তিন ধাপে

সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এবারও ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। ভর্তি প্রক্রিয়ার লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রপ্ত নম্বর এবং এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ভিত্তিতে শিক্ষার্থীদের নির্বাচন করা হবে। লিখিত পরীক্ষার বিষয়গুলোর মধ্যে বিজ্ঞান বিভাগে রয়েছে- ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও জীববিজ্ঞান।

ব্যবসায় শিক্ষা বিভাগে ইংরেজি, হিসবাবিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং এবং ব্যবসায় উদ্যোগ। এছাড়া মানবিক বিভাগে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান (ভূগোল ও পরিবেশ, ইতিহাস ও বিশ্বসভ্যতা, অর্থনীতি ও পৌরনীতি)। এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।