সেনাবাহিনীর কর্মকর্তা নিয়ে লেকহেড স্কুলের ম্যানেজিং কমিটি গঠনের নির্দেশ

ঢাকা: হাইকোর্টের আদেশ অনুযায়ী সেনাবাহিনীর কর্মকর্তাকে নিয়ে রাজধানীর লেকহেড গ্রামার স্কুলের ম্যানেজিং কমিটি গঠন ও সেনাবাহিনীর শিক্ষা কোর থেকে অধ্যক্ষ নিয়োগ দিতে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছে শিক্ষামন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়।
জঙ্গি মদদের অভিযোগে গত ৬ই নভেম্বর স্কুলটি বন্ধের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। এর পরদিন স্কুলটি সিলগালা করে দেয়া হয়। এর বিরুদ্ধে উচ্চ আদালতে যায় স্কুল কর্তৃপক্ষ। শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, ধানমন্ডি ও গুলশানে অবস্থিত লেকহেড গ্রামার স্কুলের কার্যক্রম বন্ধের আদেশের বিররুদ্ধে হাইকোর্ট বিভাগ রিট পিটিশন দায়ের করা হলে সিভিল পিটিশনের রায় অনুযায়ী স্কুলের ম্যানেজিং কমিটি গঠনের জন্য আদেশ দেয়া হয়েছে।
উক্ত আদেশে লেকহেড গ্রামার স্কুলের সভাপতি হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনার এবং সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল কর্তৃক মনোনিত একজন সদস্যকে ম্যানেজিং কমিটির প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত করা এবং সেনাবাহিনীর শিক্ষা কোর থেকে অধ্যক্ষ নিয়োগের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।