নিজস্ব প্রতিবেদক,৭ এপ্রিল। সিলেট বিভাগের ৫১ জন প্রাথমিক প্রধান শিক্ষক শিক্ষকদের ৯/৩/১৪ হতে ১৪/১২/২০১৫ পর্যন্ত টাইমস্কেল মঞ্জুর করেছে সিলেট বিভাগের বিভাগীয় উপপরিচালক এ কে এম সাফায়েত আলম। আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের স্বারক নং ৩৮.০০২.০০৫.০০.০০.০০১.২০১৪-১১৯ তারিখ ১১/১/২০১৯ মোতাবেক ৫১ জন প্রধান শিক্ষকের টাইমস্কের মঞ্জুর করে বিভাগীয় উপপরিচালক এ কে এম সাফায়েত আলম ।
জানা যায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উন্নীত পদ্ধতিতে বেতন নির্ধারণে গত ১৫ নভেম্বর অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা আদেশের ফলে ৯/৩/১৪ – ১৪/১২/১৫ পর্যন্ত যাদের ১ম. ২য় এবং ৩য় টাইমস্কেল ডিউ হয়েছে তারা টাইমস্কেল থেকে বঞ্চিত হচ্ছিল। বিষয়টি নিয়ে প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির নেতৃবৃন্দ মন্ত্রনালয়ে যোগাযোগ করলে বিষয়টি সমাধানের আশ্বাস দেন মন্ত্রনালয়।
এরই প্রেক্ষিতে প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রিয় সভাপতি রিয়াজ পারভেজ ও সিনিয়ার যুগ্ন সাধারন সম্পাদক স্বরুপ দাসের করা আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রির দপ্তর থেকে গত ৮ মার্চ ২০১৮ ইং তারিখে ওয়াহিদা মুসাররত আনীতা স্বাক্ষরিত একটি চিঠিতে মতামত চেয়ে পত্র জারী করে করে। তারই ধারাবাহিকতায় প্রধান শিক্ষকদের টাইমস্কেলের বিষয়ে সিদ্ধান্ত নেয় মন্ত্রনালয়। ইতিমধ্যে রাজশাহী বিভাগীয় উপপরিচালক ও ময়মনসিংহ বিভাগ টাইমস্কেল মঞ্জুর করেছে। বাকী বিভাগগুলো দ্রুত টাইমস্কেল মঞ্জুর করবে বলে আশা করেন সমিতির নেতৃবৃন্দ।