স্বাধীনতার বীরত্বগাথা আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে স্বাধীনতা দিবস পালন করেছে অস্ট্রেলিয়ার সিডনি ক্যাম্বেলটাউন বাংলা স্কুল।
স্থানীয় সময় রোববার সকালে সিডনিতে স্কুলটির শ্রেণিকক্ষে ছাত্র-ছাত্রীরা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস শুনে, ছবি এঁকে ও গান গেয়ে দিনটিকে স্মরণ করে।
৫২ থেকে ৭১ এর মুক্তি আন্দোলনের পর্যায়ক্রমিক ইতিহাস তুলে ধরেন স্কুলের অধ্যক্ষ রোকেয়া আহমেদ, শিক্ষিকা মিলি ইসলাম, নাসরিন মোফাজ্জল ও রুমানা সিদ্দিকী।ভাষা, সংস্কৃতি, ইতিহাস শিক্ষা দেওয়ার পাশাপাশি সমতা, একতা, সহমর্মিতা আর সৌহার্দ্যের বার্তা বয়ে আনা হারমনি ডে’র একটি পরিবেশনাও আয়োজনটিতে স্থান পায়।
স্বাধীনতা দিবসের এ আয়োজনে স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ছাড়াও পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।