সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান মারা গেছেন

Image

দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার ভোর চারটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা। তিনি জানান, সোমবার ভোরে ফজলুর রহমান অসুস্থ হয়ে পড়েন। ইউনাইটেড হাসপাতালে তাঁকে নেওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়েছে।

ফজলুর রহমান দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। সোমবার বাদ আসর গেণ্ডারিয়া ধুপখোলা মাঠে তাঁর জানাজা হবে। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৭২ সরিষার তেল উৎপাদনের কারখানা সিটি অয়েল মিল প্রতিষ্ঠা করেন ফজলুর রহমান। পরে এটি সিটি গ্রুপে রূপ নেয়। ১৯৯৫ সালে তীর ব্র্যান্ডের আটা, ময়দা, সুজি উৎপাদন শুরু করে শিল্প প্রতিষ্ঠানটি।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।