ডেস্ক: আদালতের নির্দেশে মোবাইল ফোন অপারেটর সিটিসেলের তরঙ্গ খুলে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
আজ বুধবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে দেনার দায়ে বন্ধ হওয়া সিটিসেলের তরঙ্গ ২৪ ঘণ্টার মধ্যে ফেরত দিতে বিটিআরসিকে নির্দেশ দেন আপিল বিভাগ। একই সঙ্গে দেশের প্রথম এই মোবাইল ফোন অপারেটরের লাইসেন্স পুনর্বহালের আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।
সিটিসেলের এক আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ আজ মঙ্গলবার এই আদেশ দেন।
বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ সিটিসেলের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত করার কথা জানানোর পরদিন আদালতের এই নির্দেশনা এলো।
বিটিআরসির পাওনা পৌনে ৫০০ কোটি টাকা না দেওয়ায় গত বছর ২১ অক্টোবর সিটিসেলের তরঙ্গ বন্ধ করে দেওয়া হয়। আংশিক দেনা পরিশোধের পর আদালতের নির্দেশে ১৭ দিন পর সিটিসেলের সংযোগ ফিরিয়ে দেওয়া হলেও এ বছর ১১ জুন আবার তা বন্ধ করে দেওয়া হয়।