সাভার : সাভারে মুশফিকা আক্তার (১৯) নামে এক মাদ্রাসা শিক্ষিকাকে অপহরণ করেছে দুর্বৃওরা। অহরণের পরে ওই শিক্ষিকার পরিবারের কাছে মুঠোফোনে চার লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃওরা। গতকাল সোমবার সকালে সাভারের বিরুলিয়া রোডের পাশে মজিদপুর এলাকায় তালিমুন নিসা মহিলা মাদ্রাসা থেকে ওই শিক্ষিকাকে অপহরণ করা হয়।
অপহৃত মাদ্রাসা শিক্ষিকার ভাই ইমরান হোসেন সাংবাদিকদের বলেন, তার বোন মজিদপুর এলাকার তালিমুন নিসা মহিলা মাদ্রাসার শিক্ষিকা হিসেবে চাকুরী করতেন। সোমবার সকালে মাদ্রাসা থেকে তার বোনকে দুর্বৃওরা কৌশলে অপহরণ করে নিয়ে যায়। দুর্বৃওরা এসময় মুঠোফোনে তাদের পরিবারের কাছে চার লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। দাবি কৃত টাকা সময় মত না দিলে তাকে হত্যা করে লাশ গুম করা হবে বলে দুর্বৃওরা হুমকি দিয়েছে। আজ মঙ্গলবার সকালে সাভার মডেল থানায় একটি অপহরণ এর সাধারণ ডায়রি করতে গেলে পুলিশ অভিযোগ না নিয়ে টালবাহনা শুরু করেন। পরে বিকালে পুলিশ নিখোঁজ হয়েছেন এক ডায়রি করে। এঘটনার পর থেকে ওই মাদ্রাসা কৃতপক্ষ গা ঢাকা দিয়েছেন।
সাভার মডেল থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান কোন প্রকার কথা বলতে রাজি হননি।
অপহৃত শিক্ষিকার বাড়ি সাভারের দক্ষিণরাজাশন ঘাসমহল এলাকায়। তার বাবার মৃত আব্দুস সোবাহান বলে জানা গেছে।