ডেস্ক,১৪ নভেম্বর ২০২২:
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড কেন দেওয়া হবে না, জানতে চেয়েছেন হাইকোর্ট। এ নিয়ে রুল জারি করেছেন সর্বোচ্চ আদালত।
আজ সোমবার (১৪ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ রুল জারি করেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম।
আরো পড়ুনঃ প্রাথমিকে শূণ্য পদের তালিকা
১০ম গ্রেডে বেতন দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বর্তমানে তারা ১৩তম গ্রেডে বেতন পান।