সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পাসের হার ৯ দশমিক ৭২। আজ রবিবার এ ফল প্রকাশ করা হয়। ৬০৩ জন পরীক্ষার্থী বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (১৭শ বিজেএস) প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষার ফলাফল কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এর আগে গতকাল শনিবার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০০ নম্বরের এই পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। ৭ হাজার ৩১০ জন আবেদনকারী পরীক্ষার্থীর মধ্য ৬ হাজার ২০২ জন পরীক্ষায় অংশ নেন। ১ হাজার ১০৮ জন আবেদনকারী অনুপস্থিত ছিলেন।
সপ্তদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে (১৭শ বিজেএস) এবার নিয়োগ পাবেন ১০০ জন। পদসংখ্যা বৃদ্ধি বা হ্রাস পেতে পারে। গত ফেব্রুয়ারিতে সহকারী জজ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে বিজেএস। গত ৩ মার্চ থেকে আবেদন শুরু হয়ে শেষ হয় ৩১ মার্চ।
সব প্রার্থীকে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি পরীক্ষায় অবতীর্ণ হতে হয়। এই পরীক্ষায় মোট ১০০টি এমসিকিউ থাকে। প্রতিটির মান ১ নম্বর। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যায়। সব প্রার্থীকেই লিখিত পরীক্ষায় অংশগ্রহণের প্রাক্-যোগ্যতা হিসেবে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৫০।
প্রিলিমিনারি পরীক্ষায় প্রাপ্ত নম্বর কোনো প্রার্থীর লিখিত বা মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে যোগ করা হবে না। এ পরীক্ষা-সম্পর্কিত বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ‘তথ্য, নির্দেশনা ও বিস্তারিত সিলেবাস’ নামের পুস্তিকার প্রথম অধ্যায়ের ১৩ নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে।