সহকারী অধ্যাপক পদে পদোন্নতির খসড়া তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক | ০৮ জুন, ২০২০
বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক পর্যায়ের কর্মকর্তাদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির লক্ষ্যে বিষয়ভিত্তিক খসড়া তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। সোমবার (৮ জুন) এ তালিকা প্রকাশ করা হয়। সংশোধিত খসড়া তালিকায় বিভিন্ন বিষয়ের ২ হাজার ৫০৮ জন প্রভাষকের নাম রয়েছে।

অধিদপ্তরের তালিকায় যেসব প্রভাষকের নামের পাশে এসিআর নেই বলে মন্তব্য রয়েছে, তাদের ৩০ জুনের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে রেজিস্টার্ড ডাকযোগে এসিআর জমা দিতে বলা হয়েছে।

এছাড়া কোন কর্মকর্তার নাম না থাকলে বা বর্তমান কর্মস্থল, নিয়োগ যোগদানের তারিখ, স্থায়ীকরণ, আত্তীকরণ, নিয়মিতকরণের তারিখ, জন্ম তারিখ এবং জ্যেষ্ঠতার সংক্রান্ত কোনো আপত্তি বা খসড়া তালিকায় অন্য কোনো ভুল থাকলে সে সংক্রান্ত তথ্য এবং ভুল প্রমাণের কাগজপত্র আগামী ৩০ জুনের মধ্যে রেজিস্টার্ড ডাকযোগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে জমা দিতে বলা হয়েছে।

করোনা ভাইরাস সংক্রমণের এই পরিস্থিতিতে নিজে বা বাহক মারফত এশিয়ার বা তথ্য সংশোধনের আবেদন না পাঠাতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অনুরোধ করেছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।