নিজস্ব প্রতিবেদক,৩ এপ্রিল ২০২৩: সরকার ভাবমূর্তি ক্ষুণ্ন করে ফেসবুকে পোস্ট দিলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শাস্তির আওতায় আনা হবে। এ ধরনের শিক্ষকদের চিহ্নিত করে তাদের শাস্তি নিশ্চিত করতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
আরো পড়ুন: প্রাথমিকে সিটি করপোরেশন বদলির আবেদন শুরু কাল
সম্প্রতি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় এ নির্দেশনা দিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা।
রোজার শুরু থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হলেও এবার ১৫ রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ নিয়ে শিক্ষকরা অনেকেই ফেসবুকে বিরূপ মন্তব্য করছেন।
এ বিষয়ে গত ৩০ মার্চ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে এক সভার আয়োজন করেছিলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অতিরিক্ত মহাপরিচালক সৈয়দ মামুনুল হকের সভাপতিত্বে আয়োজিত সভায় রাষ্ট্রার ভাবমূর্তি ক্ষুণ্ন করে ফেসবুকে পোস্ট দিলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শাস্তির আওতায় নির্দেশনা দেয়া হয়েছে।