সরকারি স্কুল-কলেজের ল্যান্ডফোন চালু রাখার নির্দেশ

Image

সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ল্যান্ডফোন চালু রাখতে নির্দেশনা দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। এই নির্দেশনা পুরাতন ৬৪ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের জন্য।

বৃহস্পতিবার (৮ আগস্ট) কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন: এসএসসিতে বৃত্তি পাবেন সাড়ে ২৫ হাজার শিক্ষার্থী, তালিকা প্রকাশ শিগগিরই

জানা যায়, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে পুরাতন ৬৪টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে বিটিসিএল-এর ল্যান্ডফোন সংযোগ বরাদ্দ রয়েছে। প্রশাসনিক প্রয়োজনে এ অধিদপ্তর থেকে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে কোনো-কোনো প্রতিষ্ঠানের ল্যান্ড ফোনের সংযোগ বিচ্ছিন্ন বা অচল পাওয়া যায়, যা অনাকাঙ্ক্ষিত।

এমন পরিস্থিতিতে, ওইসব প্রতিষ্ঠানের অধ্যক্ষদের বলা হয়েছে, বরাদ্দ পাওয়া ল্যান্ডফোন সার্বক্ষণিক সচল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।