সরকারি চাকরিতে পদ খালি ৩ লাখ ৫৮ হাজার

Image

দেশে সরকারি চাকরিতে বর্তমানে মোট পদ রয়েছে ১৯ লাখের বেশি। এর মধ্যে সাড়ে তিন লাখের বেশি পদ খালি রয়েছে। এর মধ্যে প্রথম শ্রেণির পদ প্রায় অর্ধ লাখ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্ট্যাটিসটিকস অব সিভিল অফিসার্স অ্যান্ড স্টাফসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সরকারি চাকরিতে পদ রয়েছে ১৯ লাখ ১৩ হাজার ৫২টি। এর মধ্যে কর্মরত আছেন ১৫ লাখ ৫৪ হাজার ৯২৭ জন। পদ খালি আছে ৩ লাখ ৫৮ হাজার ১২৫টি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, খালি থাকা পদগুলোর মধ্যে প্রথম শ্রেণির পদ ৪৩ হাজার ৩৩৬টি, দ্বিতীয় শ্রেণির ৪০ হাজার ৫৬১, তৃতীয় শ্রেণির ১ লাখ ৫১ হাজার ৫৪৮ এবং চতুর্থ শ্রেণির ১ লাখ ২২ হাজার ৬৮০টি পদ শূন্য আছে।

শূন্য পদ পূরণের বিষয়ে জানতে চাইলে জনপ্রশাস প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সম্প্রতি বলেন, সরকারি অফিসসমূহে শূন্য পদের বিপরীতে নিয়োগ চলমান প্রক্রিয়া। প্রথম ও দ্বিতীয় শ্রেণির নিয়োগ পিএসসির মাধ্যমে হয়ে থাকে।

১৪ থেকে ২০তম গ্রেডের নিয়োগ সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/সংস্থার নিয়োগবিধি অনুযায়ী হয়ে থাকে। আদালতে মামলা থাকায় নিয়োগবিধি প্রণয়ন কার্যক্রম শেষ না হওয়ায় এবং পদোন্নতি যোগ্য প্রার্থী না পাওয়ায় কিছু শূন্য পদ পূরণ করা যায় না।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।