আনিসুর রহমান তপন : ১৬ থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মচারিরা এখন থেকে আরো বেশি দামের পোষাক ও আনুষাঙ্গিক দ্রব্যাদি পাবেন। আগে একজন কর্মচারি পোষাকের জন্য দেড় হাজার টাকা পেলেও এখন তা উন্নীত করে আড়াই হাজার টাকা বরাদ্ধ করে আদেশ জারি করেছে সরকার।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পরিপত্রে বলা হয়েছে, গ্রীষ্মকালের পোশাক হিসেবে পুরুষ কর্মচারীরা প্রতি দুই বছরের জন্য এক সেট ফুল সাফারি বাবদ ২ হাজার ৫শ টাকা এবং এক সেট হাফ সাফারী সেট মজুরীসহ ২ হাজার ৫শ করে পাবেন। এরআগে এ জন্য ১ হাজার ৬শ টাকা বরাদ্ধ ছিল। প্রতি বছর ১ হাজার ৮শ টাকা দামের এক জোড়া কালো অক্সফোর্ড জুতা পাবেন কর্মচারিরা। আগে যা ছিল ১ হাজার টাকা। ১০০ টাকার পরিবর্তে কর্মচারীরা এখন পাবেন ১৫০ টাকার দুই জোড়া কালো মোজা। কর্মচারিরা প্রতি বছরের জন্য ৩শ টাকা দামের কালো রংয়ের একটি ছাতা পাবেন। এছাড়া পরিপত্র অনুযায়ী, শীতকালীন পোষাক ও শার্ট পাবেন পুরুষ কর্মচারিরা।
সরকারি নারী কর্মচারীরা দুই বছরের জন্য গ্রীষ্মকালীন পোশাক হিসেবে ৫ হাজার টাকা দামের দুটি জর্জেট ও দুটি সুতি শাড়িসহ ব্লাউজ, পেটিকোট পাবেন। আগে ৪টি শাড়ি, ব্লাউজ পেটিকোটের জন্য মোট ২ হাজার ৫০০ টাকা পেতেন তারা।
নারীরা প্রতি বছরের জন্য এক হাজার ৮০০ টাকা মূল্যের দুই জোড়া জুতা পাবেন। আর ১৫০ টাকার দুই জোড়া মোজা পাবেন। আগে জুতার জন্য ৯০০ টাকা ও মোজার জন্য ১০০ টাকা পেতেন। নারীরা প্রতি বছরের জন্য ৩’শ টাকা দামের একটি রঙিন ছাতা পাবেন। যা আগে ২০০ টাকা ছিল। এছাড়া অন্যান্য ঋতুভিত্তিক পোশাকের ক্ষেত্রে পুরুষদেও মতো নারীরাও নির্ধারিত বরাদ্ধ পাবেন।