নিজস্ব প্রতিবেদক | ২২ জুন, ২০২০
ডিজিটাল পদ্ধতিতে পাঠদানকে আরও কার্যকর করতে প্রাথমিকের সব শিক্ষার্থীর তথ্য চেয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একই সাথে শিক্ষক ও অভিভাবকদের তথ্যও চাওয়া হয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে। গত ২০ জুনের মধ্যে এসব তথ্য পাঠাতে বলা হলেও এখনো তা পায়নি গণশিক্ষা মন্ত্রণালয়। তাই, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীদের তথ্য পাঠাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে তাগিদ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে তথ্য না পাওয়ায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এবং অন্যান্য শ্রেণির সিলেবাস এবং মূল্যায়ন পদ্ধতির পরবর্তী কার্যক্রম নেয়া যাচ্ছে না।