নিজস্ব প্রতিবেদক,২৫ অক্টোবর ২০২১ঃ
শিক্ষক নির্যাতনের প্রতিবাদে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অর্ধদিবস কর্মবিরতির ডাক দিয়েছে বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদ। আগামী বৃহস্পতিবার এই কর্মবিরতির ডাক দিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।
আরো খবরঃ প্রাথমিকে উন্নীত স্কেলে বেতন নিশ্চিত করতে ডিপিই’র নির্দেশনা
সোমবার (২৫ অক্টোবর) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে শিক্ষক নির্যাতনের সঙ্গে জড়িত শিক্ষা কর্মকর্তার বিচার করার দাবিও জানানো হয়।
সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান ও ঢাকা মহানগর শাখার সভাপতি এম ছিদ্দিক উল্লাহ মিয়া জানান, গোপালগঞ্জে শিক্ষক মোঞ্জ কান্তির উপর কতিপয় দুর্নীতিবাজ শিক্ষা কর্মকর্তার খারাপ আচরণ ও তাকে লাথি মারার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অর্ধদিবস কর্মবিরতির আহ্বান জানানো হয়েছে।
তারা আরও বলেন, মনোজ কান্তির উপর হামলার ঘটনায় জড়িত জেলা শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে প্রত্যাহার করে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সাথে মনোজ কান্তি বিশ্বাসের বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে।