সব ধরনের ফি নিতে পারবে শিক্ষা প্রতিষ্ঠান

Image

ডেস্ক,১৫ ডিসেম্বর ২০২১ঃ
সারাদেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের টিউশন ফি’র পাশাপাশি সব ধরনের ফি নেওয়ার অনুমতি দিয়েছে সরকার। বুধবার (১৫ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

আরো পড়ুনঃ

ডিসেম্বরে হচ্ছে না প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

প্রসঙ্গত, ভর্তি ফি, টিউশন ফি, সরকারি কর্মচারী ফি ও ইন্টারনেট ফি ছাড়া সব ধরনের ফি আদায় না করার নির্দেশনা ছিলে। এখন থেকে আর কোনও ফি আদায়ে বাধ্যবাধকতা থাকলো না।

অফিস আদেশে বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতির কারণে সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে টিফিন, গ্রন্থাগার, বিজ্ঞানাগার ও ম্যাগাজিন ফি এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে টিফিন, পুনঃভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন, উন্নয়ন ফি গ্রহণ না করার নির্দেশনা ছিল।

নির্দেশনায় আরও বলা হয়, ২০২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের কাছ থেকে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত টিউশন ফি ও বাৎসরিক সেশন চার্জ গ্রহণ করতে পারবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।