গাজীপুর প্রতিনিধি,১৬ ফ্রেবুয়ারী : গাজীপুরের কাপাসিয়ায় ১০ শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ অনুমোদন হয়েছে সংসদ সদস্যের সই জাল করা চাহিদাপত্রে (ডিও লেটার)। বৃহস্পতিবার দুপুরে উপজেলা ডাকবাংলোতে দলের নেতাকর্মীদের বিষয়টি জানান সংসদ সদস্য সিমিন হোসেন রিমি নিজেই।
সংসদ সদস্য সিমিন হোসেন আরো জানান, গত ১৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠির (স্মারক নম্বর ৩২২) মাধ্যমে তাঁকে বরাদ্দ অনুমোদনের বিষয়টি জানানো হয়। চিঠির মাধ্যমে জানতে পারেন যে ২০১৭ সালের ৮ সেপ্টেম্বর তিনিসহ ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও প্রধান শিক্ষকদের স্বাক্ষর করা একটি আবেদনপত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। ওই আবেদনপত্রে থাকা স্বাক্ষর তাঁর নয় বলে নেতাকর্মীদের জানান তিনি। তিনি অভিযোগ করেন, এটা জালিয়াতি। তাঁর স্বাক্ষর জাল করে বরাদ্দ অনুমোদন করিয়ে নেওয়া হয়েছে।
সংসদ সদস্যের ওই অভিযোগকালে নেতাকর্মী ছাড়াও সেখানে কয়েকজন সরকারি কর্মকর্তাসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।