সংখ্যালঘুদের ওপর হামলা ঠেকাতে যোগাযোগ নম্বর চালু

Image

মন্দির, গির্জা, প্যাগোডা বা অন্যকোনো ধর্মীয় প্রতিষ্ঠানে দুর্বৃত্ত কর্তৃক হামলা বা আক্রান্ত হলে মোবাইলে ক্ষুদে বার্তার মাধ্যমে জানাতে বলেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সোমবার (১২ আগস্ট) ধর্মবিষয়ক মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে চলমান সহিংসতায় বিভিন্ন মন্দির, গির্জা, প্যাগোডা বা অন্যকোনো ধর্মীয় প্রতিষ্ঠানে দুর্বৃত্ত কর্তৃক হামলা বা আক্রান্ত হলে তার তথ্য ০১৭৬৬-৮৪৩ ৮০৯ এই মোবাইল নম্বরে ফোন বা ক্ষুদে বার্তার মাধ্যমে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।