সংক্ষিপ্ত সিলেবাসেই রাবির ভর্তি পরীক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে ভর্তি কমিটির একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেন।

বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আবু সাদেক মো. কামরুজ্জামান বলেন, “এইচএসসি পরীক্ষায় যে সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসরণ করা হয়েছে, তার ভিত্তিতেই ভর্তি প্রশ্ন তৈরি হবে।”

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী,

  • ‘সি’ ইউনিট (বিজ্ঞান): ১৬ জানুয়ারি

  • ‘এ’ ইউনিট (মানবিক): ১৭ জানুয়ারি

  • ‘বি’ ইউনিট (বাণিজ্য): ২৪ জানুয়ারি

এবার কোনো সিলেকশন প্রক্রিয়া থাকবে না, এবং পরীক্ষা দুই শিফটে নেওয়া হবে — সকাল ১১টা থেকে ১২টা ও বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল বিভাগের পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে:
👉 http://admission.ru.ac.bd

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।